শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যার বিচার দেশে আইনের শাসনের উজ্জ্বল দৃষ্টান্ত

-শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এ হত্যাকান্ডে  দ্রুততার সঙ্গে তদন্ত ও বিচার শেষ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকান্ডে র বিচারে আইনজীবীরা গৌরবময় ভূমিকা পালন করেছেন। এভাবে সভ্য সমাজ বিনির্মাণে আইনজীবীরা বিশাল ভূমিকা পালন করতে পারেন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কেন হবে না? তনুর পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভিতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফেরেননি তনু। অনেক খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভিতর একটি জঙ্গলে তনুর লাশ পান স্বজনরা। সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সহসভাপতি ডা. গোলাম শাহজাহান বলেন, নুসরাতের হত্যাকারীদের দ্রুত সময়ে সাজা দেওয়া ন্যায়বিচারের একটি মাইলফলক। তার মতো তনুর হত্যাকারীরাও সাজা পাবে এমন প্রত্যাশা সবার।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে সিআইডি কোনো যোগাযোগ করছে না। ১৫ দিন আগে সিআইডি অফিসে ফোন দিয়েছি। তারা দেখছেন বলে জানিয়েছেন। সারা দিন টিভিতে নুসরাত হত্যাকারীদের খবর দেখলাম। খবর দেখতে দেখতে আফসোস করেছি, তনুর হত্যাকারীদের যদি এ রকম সাজা হতো! তনুর বাবা ও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আগের মতো বিভিন্ন অফিসে যেতে পারি না। মৃত্যুর আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেয়ে হত্যার বিচার চাওয়ার সুযোগ পেলে অন্তরে শান্তি পেতাম।’

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের কাজে কোনো স্থবিরতা নেই। আমরা কাজ করে যাচ্ছি। ডিএনএ পরীক্ষা ও তা ম্যাচ করার বিষয়টি সময়সাপেক্ষ। ডিএনএর রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর