শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব পোলিও দিবসে রোটারির সেমিনার

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পোলিও দিবস পালনে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে রোটারি বাংলাদেশ। গতকাল রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে এর আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশের গভর্নর এম খায়রুল আলম, ন্যাশনাল পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান সেলিম রেজাসহ ক্লাব সদস্যরা। অনুষ্ঠানে সংগঠনের ৮৬টি শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, ১৯৮৮ সালে দেখা যায় ১২৫টি দেশের ৩ লাখ ৫০ হাজার শিশু মরণব্যাধি পোলিও ভাইরাসে আক্রান্ত। এ আতঙ্ক মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে ২৪ অক্টোবর ‘বিশ্ব পোলিও দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়। নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারে ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর