শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
রূপপুর প্রকল্প

দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া থেকে বাবলার ট্যাংক শিপমেন্টের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজের যন্ত্রপাতি সরবরাহের কাজ শুরু করেছে রুশ প্রতিষ্ঠান জিও-পাদলস্ক। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের  মেশিনারি প্রস্তুতকারী ডিভিশন-অ্যাটম এনার্গোমাশের অধীনস্থ একটি প্রতিষ্ঠান জিও-পাদলস্ক। রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংগঠন রোসাটম-এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাবলার ট্যাংক গুরুত্বপূর্ণ ডিভাইস, যা রিয়েক্টর প্লান্ট প্রেসারাইজার সিস্টেমের অংশ। ১৫ টন ওজনের ট্যাংকটির দৈর্ঘ্য প্রায় ৮ মিটার, উচ্চতা ৪ মিটার এবং ব্যাস ২.৫ মিটার। এটির সার্ভিস লাইফ ৪০ বছর। রূপপুর প্রকল্পের জন্য নির্মিত বাবলার ট্যাংকের কারিগরি ডিজাইন করেছে গিদ্রোপ্রেস নামক একটি রুশ প্রতিষ্ঠান। আর এর বিস্তারিত ডিজাইন ডকুমেন্ট প্রস্তুত করেছে জিও-পাদলস্কের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যন্ত্রপাতি বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর