শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তিন চ্যালেঞ্জে খুলনা বিএনপি

সামছুজ্জামান শাহীন, খুলনা

তিন চ্যালেঞ্জে খুলনা বিএনপি

শতাধিক নাশকতার মামলা, রাজপথে কর্মসূচি বাস্তবায়ন ও সেই সঙ্গে দলের পুনর্গঠন সব মিলিয়ে রাজনীতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে খুলনা বিএনপি। তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, শত ঘাত-প্রতিঘাতেও বিএনপি কর্মীদের মনোবল কমেনি। বরং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আবারও আন্দোলনে সক্রিয় হচ্ছে খুলনা বিএনপি। জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি কাজে লাগাতে দীর্ঘদিন পর মাঠের আন্দোলনে নেমেছে বিএনপি। সেই সঙ্গে চলছে দলের পুনর্গঠন প্রক্রিয়া। তবে রাজনৈতিক নানা প্রতিবন্ধকতায় দলকে সংগঠিত করাই এখন বড় চ্যালেঞ্জ।  নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে শতাধিক গায়েবি নাশকতা মামলার বিচার চলছে। একদিকে মামলার বিচারের জন্য নিয়মিত কোর্টে আসতে হয়। দ্বিতীয়ত কর্মসূচি সফল করতে হয়। তারপর রয়েছে দলের পুনর্গঠন প্রক্রিয়া। সব মিলিয়ে খুব ভালো নেই নেতা-কর্মীরা। তারপরও পুনর্গঠন প্রক্রিয়া সফল করতে কাজ চলছে। এদিকে বিএনপি ‘চরম নিষ্পেশনের শিকার’ উল্লেখ করে নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার আতঙ্কে এখনো নেতা-কর্মীদের রাত যাপন হয় অন্যের বাড়িতে। আদালতের বারান্দা তাদের স্থায়ী ঠিকানা- এ অবস্থায় দলকে সংগঠিত করাটা সহজ হয়নি। তবে ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগের গত ১৩ বছরে রাজনৈতিক নিষ্পেশনের পরও নেতা-কর্মীরা দল ছেড়ে যাননি।  অপরদিকে তৃণমূলে দলকে চাঙ্গা করতে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠনের কথা বলছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান বলেন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে অনেক স্থানে রাজনৈতিক বাধায় দলের অফিস খোলা যায়নি। তারপরও সবার মতামতের ভিত্তিতে পুনর্গঠন প্রক্রিয়ায় দলের নেতা নির্বাচনের কাজ চলছে। আর রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তৃণমূলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। সেখানে কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন কাজ চলছে। সেই সঙ্গে রাজপথে আন্দোলনে সক্রিয় হচ্ছে বিএনপি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর