শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
কমিউনিটি পুলিশিং ডে আজ

স্থানীয়দের নিয়ে ৯৬ হাজার ৪৪৬টি বিরোধ নিষ্পত্তি

মাহবুব মমতাজী

সারা দেশে স্থানীয় সাধারণদের সঙ্গে নিয়ে ৯৬ হাজার ৪৪৬টি বিরোধ নিষ্পত্তি করেছে পুলিশ। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে এসব নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয়বারের মতো দেশব্যাপী আজ পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে। ‘পুলিশ জনগণ, জনগণই পুলিশ’ এ ধারণাকে ধারণ করে এবারও সারা দেশে পুলিশ-জনগণ এক কাতারে এসে অপরাধ দমনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

নানা বিরোধ নিষ্পত্তিতে প্রতি মাসে ওপেন হাউস ডে’র আয়োজন করে থাকে কমিউনিটি পুলিশিং কমিটি। এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকা , সমাজ থেকে মাদকমুক্ত করা, স্কুল, কলেজে যাওয়া ছাত্রীদের ইভটিজিং সমস্যা, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বহু বিবাহ, যৌতুক প্রতিরোধ, বয়স্ক শিক্ষা, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সচেতনতা নিয়ে আলোচনা হয়। আর এসব কাজ বাস্তবায়নে সারা দেশে মোট ৬০ হাজার ৯১৮ কমিটিতে ১১ লাখ ১৩ হাজার ৩২৮ জন সদস্য রয়েছেন। অপরাধ কমাতে কমিউনিটিং পুলিশিং কমিটির সদস্যদের সহায়তায় গত বছর জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২৭ হাজার ১৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দফতর সূত্র জানায়, ৯৬ হাজার ৪৪৬ বিরোধ নিষ্পত্তিতে ওপেন হাউস ডে হয়েছে ৮ হাজার ৬৪১টি। জনসংযোগ সভা হয়েছে ৭৭ হাজার ৪২৭টি, অপরাধবিরোধী সভা হয়েছে ৭৮ হাজার ৪৫৩টি। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে ওপেন হাউস ডে হয় ৮ হাজার ৯৫৮টি, জনসংযোগ সভা হয় ৫৮ হাজার ৮৬৫টি, অপরাধবিরোধী সভা হয়েছে ৮৩ হাজার ১১৯টি, আর বিরোধ নিষ্পত্তি হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৩৭টি। এ ছাড়াও প্রত্যেক থানায় পুলিশ এবং কমিউনিটিং পুলিশিং সদস্যদের সমন্বয়ে টহল কার্যক্রম পরিচালনা করা হয়, অপরাধপ্রবণ এলাকায় পাহারা দেওয়া, থানা এলাকায় একজন করে কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা, অপরাধ ঠেকাতে আগাম তথ্য সরবরাহ করা, জঙ্গি-সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় কমিউনিটি পুলিশিং সদস্যদের সহায়তায়। পুলিশ সদর দফতরের এআইজি (কমিউনিটি পুলিশিং) সহেলী ফেরদৌস বলেন, কমিউনিটি পুলিশিংয়ের পরিধি অনেক বিস্তৃত। মূলত বড় অপরাধ হওয়ার আগেই ছোট ছোট অপরাধগুলোকে দমন করাই হলো কমিউনিটি পুলিশিংয়ের কাজ। তারা পুলিশের সাপোর্ট টিম হিসেবে কাজ করে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর