শিরোনাম
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
সড়কে ৬ জেলায় ১৪ জনের মৃত্যু

বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে বগুড়া-রংপুর মহাসড়কে বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ- বগুড়া : বগুড়ার ঘটনায় ৩ জন নিহত ছাড়াও অন্তত ২০ জন আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ ঢাকা যাচ্ছিল। তবে ব্যাপক বৃষ্টিপাতের  মধ্যে বাসটি শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানখেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাবনুর আক্তার (২২) ও তার আড়াই বছর বয়সী মেয়ে শিশু মঞ্জিলা। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামে। দুর্ঘটনায় আরও প্রাণ হারায় মেহেদী হাসান (৩)। সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পারগাঁও গ্রামের আল আমিনের সন্তান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : রায়গঞ্জে ট্রাক চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোভ্যান যাত্রীরা হলেন রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আবদুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও লক্ষ্মীবিষ্ণু প্রসাদ খলিফা পাড়ার আবেদ আলী প্রামাণিকের ছেলে জেল হোসেন (৬৫)। আহত হয়েছেন আরও ৩ ভ্যানযাত্রী। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর : ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শহরের অম্বিকাপুর বাজার এলাকায় অটোবাইক এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় আবু নাঈম জোয়ার্দ্দার টিপু (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম জোয়ার্দ্দার টিপু শহরের মাঝেরপাড়ার আবু মোতালেব জোয়ার্দ্দারের ছেলে। সাতক্ষীরা : ভোমরা স্থলবন্দর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকার সাতক্ষীরা-ভোমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম জুবায়ের হোসেন (১০)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। জুবায়ের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গাইবান্ধা : গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নারায়ণ চন্দ্র (৬০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণ চন্দ্র গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বুজরুক বোয়ালীয়া মধ্যপাড়ার বাসিন্দা। নোয়াখালী : বিয়ের এক সপ্তাহ না যেতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এনায়েত হোসেন সুজন (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় চরফকিরা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে খোকন (৩৫) আহত হন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়কে চরফকিরা ইউনিয়নের মোল্লার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। গতকাল রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে আসছিলেন সদর উপজেলার চুটলিয়া গ্রামের হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম। পথে তাজ ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর