শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়

-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ক্রীড়া প্রতিষ্ঠান যেন কিছুতেই ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়। কারও ভুল বা অনৈতিক কর্মকান্ডে ক্রীড়াবিদদের স্বপ্ন নষ্ট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরদাশত করবেন না। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৩৫তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক)    অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকদের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি  তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম  কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এম আমিন উদ্দিন ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মণ্টু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর