শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বৃষ্টির মধ্যে ইমাম পরিষদের সমাবেশ-মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খুলনায় বৃষ্টির মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। গতকাল বিকালে ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তাক আহমাদ। বক্তৃতা করেন মাওলানা গোলাম কিবরিয়া, জিহাদুল ইসলাম, নাছির উদ্দিন কাসেমী, আবুল কালাম আজাদ, নাজমুস সউদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বিগত সময়ে হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরও ব্লগারদের বিচার করা হয়নি। উপরন্তু ভোলায় প্রতিবাদকারী তৌহিদি জনতার ওপর গুলি করা হয়েছে। বক্তারা অবিলম্বে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর