শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে আমি আবারও বলছি তাদের বাদ দিতে হবে। ফ্রেশ ব্লাড চাই আমরা, আমাদের নেত্রী চান। যেন কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি, অনুপ্রবেশকারী স্বেচ্ছাসেবক লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে স্থান না পায়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিয়ে আমাকে নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এই প্রস্তুতি কমিটির মাধ্যমেই স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ড পরিচালিত হবে। ১৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ এবং পরিচালনা করবেন সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু। সম্মেলনের প্রস্তুতি কমিটিতে সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা যারা থাকতে চান তাদেরও রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর