শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ঢাকা অনুবাদ উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ঢাকা অনুবাদ উৎসব

দ্বিতীয়বারের মতো রাজধানীতে শুরু হলো দুই দিনের ‘ঢাকা অনুবাদ উৎসব’। ঢাকা অনুবাদ উৎসব কর্তৃপক্ষের আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উৎসবের প্রথম দিনে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন এবং চিত্রশালার সেমিনার কক্ষে ছয়টি প্যানেলে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় ছিল চলচ্চিত্রের প্রদর্শনী। আলোচনার পাশাপাশি সমাপনী দিনে ডিটিএফ লিটারারি অ্যাওয়ার্ড ও ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হবে। শিল্পকলায় তিন নাটক : আরণ্যক নাট্যদলের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো দলটির দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। ১০ দিনের বাংলা নাট্য উৎসবের পঞ্চম দিন গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর