রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঐক্য ও শুদ্ধির বার্তা আসতে পারে আজ

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঐক্য ও শুদ্ধির বার্তা আসতে পারে আজ

আজ রবিবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। নগরীর দি কিং অব চিটাগাংয়ে বৃহত্তর চট্টগ্রামের ছয় সাংগঠনিক জেলা আওয়ামী লীগের এ প্রতিনিধি সভা শুরু হবে সকাল ১০টায়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ও জেলা সম্মেলনের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনার জন্য এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। বিভাগীয় প্রতিনিধি সভায় নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও শুদ্ধির বার্তা আসতে পারে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতারা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মী বলেন, সভায় তৃণমূলের নেতারা দলের নানাবিধ সমস্যা-সম্ভাবনা এবং বিতর্কিত নেতাদের নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চান তা-ই আমাদের চাওয়া। এর বাইরে আর কিছুই নেই। আমাদের লক্ষ্য অভিন্ন। তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার রক্ষা ও শুদ্ধতম রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, ব্যক্তিগত পছন্দের বিষয়টিও থাকতে পারে, কিন্তু এ নিয়ে কোনো মতান্তর ঘটতে পারে না। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়েছে। তাছাড়া আজ সকাল ১০টার মধ্যে পাঁচলাইশ থানার সম্মুখস্থ দি কিং অব চিটাগাংয়ে তালিকাভুক্তদের উপস্থিত থাকতে হবে এবং সাড়ে ১০টায় প্রতিনিধি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ খবর