রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চসিকের ৭১ স্কুল-কলেজের পরীক্ষার ব্যবস্থাপনা অনলাইনে

চালুর অপেক্ষায় পূর্ণাঙ্গ অটোমেশ্বন পদ্ধতি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশ্বন (চসিক) পরিচালিত ৭১টি স্কুল-কলেজের এসএসসি ও এইচএসসি টেস্ট পরীক্ষার সব ব্যবস্থাপনা অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রথমবারের মতো চসিকের ২৩টি কলেজের ৫৮ হাজার ৯০০টি উত্তরপত্র এবং দ্বিতীয়বারের মতো ৪৮টি স্কুলের ৮৭ হাজার উত্তরপত্র, মোট ১ লাখ ৪৬ হাজার উত্তরপত্রের টেস্ট পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ্ব করা হবে। অন্যদিকে কম্পিউটার ইনস্টিটিউট চসিকের জন্য তৈরি করা একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার বর্তমানে চালুর অপেক্ষায় আছে। জানা যায়, এই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন লগইন প্যানেল, প্রতিষ্ঠানের নির্ধারিত ব্যক্তিদের জন্য আলাদা প্যানেল, পরীক্ষকদের জন্য পৃথক লগইন প্যানেল, এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ্ব, স্বয়ংক্রিয় রোল নম্বর প্রস্তুতি, প্রবেশ্বপত্র প্রদান প্রস্তুতি, স্বাক্ষরলিপি প্রস্তুতি, পরীক্ষার্থীদের প্রতিটি উত্তরপত্রের জন্য পৃথক গোপন নম্বর তৈরি, অটো মার্কশিট তৈরি ও শিক্ষার্থীর রোল নম্বরভিত্তিক ফলাফল প্রদর্শন। এ বছর পরীক্ষার্থীরা ঘরে বসেই কলেজের ফলাফল জানতে পারবে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘২০১৮ সালে চসিক’র ৪৭টি স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষার কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার পর এ বছর ২৩টি কলেজের টেস্ট পরীক্ষার ফল অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করি আগামীতে চসিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা আছে।’  চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, ‘কলেজের পরীক্ষা কমিটি ও কম্পিউটার ইনস্টিটিউটের প্রশিক্ষকদের নিয়ে বৈঠক করে এ বছর থেকে কলেজগুলোর পরীক্ষা অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইন পদ্ধতিতে ফল প্রকাশে সময় কম লাগা, সুন্দর-সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।’   

চসিক কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদ বলেন, ‘স্কুলগুলোর পাশাপাশি এবার কলেজগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরীক্ষার্থীর রোল নম্বর প্রদান, প্রবেশ্বপত্র ও স্বাক্ষরলিপি প্রস্তুত করেছি। এ বছর এই সফটওয়্যারে ৪৮টি স্কুল ও ২৩টি কলেজসহ মোট ৭১টি প্রতিষ্ঠান তাদের পরীক্ষার সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করছে।’     

সফটওয়্যার কাজের দল প্রধান আশ্বরাফ রেজা বলেন, ‘মেয়র মহোদয়ের নির্দেশে আমরা সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় পৃথক একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করেছি। এতে আছে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, শিক্ষার্থীদের দৈনিক ও ক্লান ভিত্তিক উপস্থিতি, একাডেমিক ক্যালেন্ডার, ছুটির তালিকা, স্বয়ংক্রিয় রুটিন প্রস্তুত, প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় পরীক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষার স্বয়ংক্রিয় আসন বিন্যাস, ফলাফল ব্যবস্থাপনা। এর মাধ্যমে মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিসে বসে প্রতি মুহূর্তের পরিসংখ্যান তাদের নিজ নিজ লগইন প্যানেল হতে দেখতে পারবেন। চসিক মেয়রের নির্দেশে প্রস্তুতকৃত সফটওয়্যারটি বর্তমানে চালুর অপেক্ষায় আছে।

সর্বশেষ খবর