রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে প্রতারক চক্র

অনুদানের নামে প্রতারণা

সামছুজ্জামান শাহীন, খুলনা

সৌদি আরব সিসিডিবি প্রতিবন্ধী অনুদানের তালিকা করার নামে প্রলোভন দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। দাতা সংস্থার মাঠ পর্যায়ের প্রতিনিধি পরিচয়ে প্রতারক চক্র এ কাজ করছে। তাদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকেই। বিশেষ করে গ্রামাঞ্চলের অসহায় মানুষদের টার্গেট করে হচ্ছে এমন প্রতারণা। জানা যায়, কয়েক দিন আগে হঠাৎ করেই কয়েক ব্যক্তি খুলনার ডুমুরিয়ায় চাকুন্দিয়া, চুকনগর, মালতিয়া ও রুস্তমপুরসহ বিভিন্ন গ্রামে যায়। তারা জন্মগত প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক শ্রবণ প্রতিবন্ধী ও দুর্ঘটনায় প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে বিদেশি অনুদান দেওয়ার কথা বলেন। প্রতিবছর ১২ হাজার টাকা করে দেওয়ার প্রলোভন দিয়ে তারা ফরম বিতরণ করেন। জেস ফাউন্ডেশ্বনের সহযোগিতায় সরবরাহ করা ওই ফরমে বলা হয়- ‘প্রতি গ্রাম থেকে তালিকাভুক্ত ৬ ব্যক্তিকে অনুদান দেওয়া হবে। অনুদানের টাকা যে কোনো সমাজসেবা অফিস থেকে উঠানো যাবে।’ ওই ফরমে অফিসে যোগাযোগের জন্য ০১৮৬২-৩৯২০১৬ ও ০১৯১৭-১৪৫৭২১ দুটি মোবাইল নম্বর দেওয়া হয়। ফরম পূরণের সময় তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে ‘মিষ্টি খাওয়ার’ জন্য নগদ ৫ হাজার টাকা দাবি করা হয়। ডুমুরিয়ার রুস্তমপুর গ্রামের আলী হোসেন জানান, ফরম পূরণের সময় তারা নগদ তিন হাজার টাকা নেয় ও যাচাই বাছাইয়ের জন্য তাকে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে বলেন। কিন্তু ওই ফরম নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। একইভাবে চুকনগরের খাদিজা বেগম ও মালতিয়া গ্রামের আনোয়ারা বেগম ফরম নিয়ে ইউনিয়ন পরিষদে এসে প্রতারণার বিষয়টি জানতে পারেন।  চুকনগর আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ কুমার রায় জানান, বিষয়টি জানার পর এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর