রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লুটপাটে জড়িতদের বয়কট করতে হবে

-শেখ ফজলে নূর তাপস

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক লুটপাটে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিকভাবে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশ্বন নিচ্ছেন এবং নেবেন। বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না।

গতকাল ঢাকা সিটি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য  দেন ঢাকা সিটি কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান খান, পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট কাজী মোরর্শেদ হোসেন কামাল প্রমুখ। ব্যারিস্টার তাপস বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি বাহ্যিক জ্ঞান ও সামাজিকতার ওপরও জোর দিতে হবে। শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষও হতে হবে। শুধু ছাত্র ভর্তিতে গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেন সুপ্রিম কোর্টের অন্যতম এ আইনজীবী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর