রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জঙ্গি-সন্ত্রাসের মতো মাদকও নিয়ন্ত্রণ করতে পারব

-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ্ব নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেভাবে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব।

গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ্ব অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এতে যুক্তদের জনগণের আস্থা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকার কারণে মহল্লায় মহল্লায় সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সরকার কী চায়, পুলিশ্ব কী চায় সেটা যদি জানিয়ে দিতে পারে, তাহলে জঙ্গি-সন্ত্রাস নির্মূলে কাজ হবে।

এ সময় ডিএমপি কমিশ্বনার শ্বফিকুল ইসলাম, নাট্যজন ইনামুল হক, ডিএমপির অতিরিক্ত কমিশ্বনার মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায়, মীর রেজাউল আলম ও আবদুল বাতেন বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর