রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘জ্যেষ্ঠ ছাত্রীরা টি-শার্ট পরে ডাইনিংয়ে খাবার-পানি আনতে ও ক্যাম্পাসে ছেলে সহপাঠী কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন। তাদের দেখলেই সালাম দিতে হবে জুনিয়রদের। জ্যেষ্ঠরা কোনো ছাত্রীর কক্ষে গেলে জুনিয়রদের অসুস্থ হলেও দাঁড়াতে হবে, ফোন হাতে নিতে পারবে না, এমনকি হেডফোনও কানে দেওয়া বারণ’।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ছাত্রী হোস্টেলে ৯ বছর ধরে চলে আসা এই নিয়মের বিরুদ্ধে শুক্রবার সকালে আইএইচটি শিক্ষার্থীদের যোগাযোগ মাধ্যম ‘ডিপ্লোমা মেডিকেল  স্টুডেন্ট অ্যান্ড নেটওয়ার্ক’ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেন এক ছাত্রী। ওই রাতেই হলের ডাইনিং রুমে ডেকে নিয়ে সবার সামনে ওই ছাত্রীকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। এই অপমানে রাতেই ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেলে। এদিকে ওই ছাত্রীকে হোস্টেল থেকে বহিষ্কারের দাবি তুলেছে জ্যেষ্ঠ ছাত্রীরা। তারা ওই ছাত্রীর সঙ্গে একই হোস্টেলে থাকবেন না বলে আলটিমেটাম দিয়েছে। আইএইচটির অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতের এই ঘটনার পর গতকাল ক্যাম্পাসে সব শিক্ষার্থীকে ডেকে বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে উপাধ্যক্ষকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

সর্বশেষ খবর