রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভিকারুননিসার নির্বাচন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে শুক্রবার অনুষ্ঠিত ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন কয়েকজন অভিভাবক ও পরাজিত প্রার্থীরা। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

এতে লিখিত বক্তব্যে বলা হয়, গভর্নিং বডির নির্বাচন ত্রুটিপূর্ণ ভোটার তালিকার মাধ্যমে সম্পন্ন হয়েছে। যোগ্য প্রার্থীরা পিছিয়ে পড়েছেন আর কর্তৃপক্ষ যোগসাজশ করে তাদের পছন্দের লোকদের বিজয়ী করেছেন। এ কারণে অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনে ভুয়া ভোট প্রদানেরও অভিযোগ তোলেন প্রার্থীরা। জানতে চাইলে ভিকারুননিসার অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, জিততে না পেরে তারা অনিয়মের অভিযোগ তুলছেন। প্রকৃতপক্ষে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। এ সময় পরাজিত প্রার্থী আবদুল মজিদ সুজন, মীর মোহাম্মদ শাহাবুদ্দীন টিপু, জেসমিন আক্তার, অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ,  নাছিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর