মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিরুদ্ধে ১৫ অভিযোগ

অডিট আপত্তি

নিজস্ব প্রতিবেদক

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিরুদ্ধে অডিট আপত্তির মাধ্যমে ১৫টি অভিযোগ শনাক্ত করেছে পূর্ত অডিট অধিদফতর। বিস্তারিতভাবে এসব অভিযোগ উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অনিয়মে দুই অর্থ বছরেই নলকূপ ও সেচ খাতে সরকারের ২৩ কোটি, ৭২ হাজার আর্থিক টাকা ক্ষতি হয়েছে। উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে, চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, সরকারি খাতে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়া, জালিয়াতির মাধ্যমে দরপত্র টেম্পারিং করে কার্যাদেশ প্রদান, টেস্ট রিপোর্ট ছাড়াই আর্সেনিক যুক্ত এলাকায় টিউবয়েল স্থাপন, কোডাল বিধি ও সরকারি নির্দেশ উপেক্ষা করে বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়, অপ্রয়োজনীয়ভাবে মালামাল ক্রয় করে সেসব খোলা আকাশের নিচে ভা ারজাত করায় মালামাল নষ্ট হয়ে সরকারি অর্থর অপচয়, নলকূপের সহায়ক চাঁদা ও যন্ত্রাংশের বিক্রয়লব্ধ অর্থ আত্মসাৎ, ভি এস মালামাল ঘাটতি ও ঘূর্ণায়মান তহবিল আত্মসাতের জন্য দায়ী কর্মকর্তাদের নিকট হতে সরকারি পাওনা আদায় না করা ইত্যাদি। ফলে কমিটি আদায়যোগ্য অর্থ দ্রুততম সময়ে  আদায়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে কমিটিকে অবহিত করার নির্দেশনা দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনস্থ ক্যাবিনেট কক্ষে গতকাল বিকালে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে পূর্ত অডিট অধিদফতরের অডিট আপত্তি পর্যালোচনা করে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা.  মো. রুস্তম আলী ফরাজী। সদস্য আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবদুস শহীদ, শহীদুজ্জামান সরকার, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ ও ওয়াসিকা আয়েশা খান  বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর