বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন ঢাকায়

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থপতি জালাল আহমদ, ড. আবু সাইদ এম আহমেদ, মোবাশ্বের হোসেন ও কাজী গোলাম নাসির -বাংলাদেশ প্রতিদিন

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের  তারিখ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি স্থপতি জালাল আহমদ, ফোরাম অনুষ্ঠানের আহ্বায়ক স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ, উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে বলা হয়, এ সম্মেলন হবে ‘আর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯’। এশিয়ার ২১টি দেশের স্থপতি পেশাজীবীদের জাতীয় সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আর্কএশিয়ার ৪০তম কাউন্সিল মিটিং উপলক্ষে এটি আয়োজন হতে যাচ্ছে।

পাঁচ দিনব্যাপী আর্কএশিয়া সম্মেলনের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইএবি বিল্ড এক্সপো প্রদর্শনী, সেমিনার, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানে এশিয়ার ২১টি দেশ থেকে আর্কএশিয়ার কমিটি প্রতিনিধিরা ছাড়াও দেড় হাজারের বেশি স্থপতি এবং বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের কথা রয়েছে।

 

সর্বশেষ খবর