বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নারী দালালদের দৌরাত্ম্যে আতঙ্কে চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে নারী দালালচক্র। এই নারী দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী-স্বজন ও কর্মরত চিকিৎসকরা। নারী দালালরা এখন শুধু হাসপাতালে রোগী-স্বজনদের জিম্মি করছে না, কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে শ্লীলতাহানি বা ধর্ষণ করার চেষ্টায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বহির্বিভাগের দুজন চিকিৎসক জানান, নারী দালালদের ভয়ে পুরো হাসপাতালজুড়ে বিরাজ করছে আতঙ্ক। এক চিকিৎসক বলেন, ‘আমার চেম্বারের সামনে এরা এমনভাবে ভিড় জমায় যে রোগীরা সহজে চেম্বারে প্রবেশ করতে পারে না। এটা নিয়ে একদিন কড়া কথা বলায় পুরুষ দালালদের ডেকে নিয়ে এসে মহিলা দালালরা আমাকে গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ জানানো হলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়।’ ওই চিকিৎসক আরও জানান, চেম্বারে ঢুকে ওই নারী দালাল শ্লীলতাহানির অভিযোগ তুলবে বলেও          হুমকি দেয়। এমন অভিযোগ হাসপাতালে কর্মরত অনেক চিকিৎসকরাই জানিয়েছেন। কিন্তু প্রকাশ্যে তাদের ভয়ে কিছু বলতে পারছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক সপ্তাহ আগে নওগাঁ থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে বহির্বিভাগ থেকে প্রকাশ্যে সবার সামনে বাইরে নিয়ে চড় মারতে থাকে এক নারী দালাল। পরে লোকজন এগিয়ে এলে দালাল পালিয়ে যায়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসও বিষয়টি স্বীকার করে বলেন, ‘দালালদের উৎপাত খুবই বেড়ে গেছে। নারী দালালও তাদের মধ্যে একই চিত্র। আমরা প্রতিদিনই অভিযান চালিয়ে দালালদের ধরে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিই।’

সর্বশেষ খবর