বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ফেনীর একসময়ের আলোচিত এমপি জয়নাল হাজারী। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে জয়নাল

হাজারীকে এই চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে,           ‘২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম সম্মেলনে কাউন্সিল কর্তৃক দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে প্রদত্ত ক্ষমতাবলে তিনি আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করবেন।’ জয়নাল হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ফেনী-২ আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি ছিলেন। একসময়ের আলোচিত এই রাজনীতিক ২০০১ সালের ১৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযানের মুখে দেশত্যাগ করেন। দেশে ফেরেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে।

 বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় হাজারীকে চিকিৎসার জন্য সম্প্রতি ৪০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। ওই টাকা নিতে এ মাসের শুরুতে গণভবনে গিয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর