বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এমপি হারুনের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

শুল্ক ফাঁকির মামলায় দণ্ড হওয়া বিএনপির যুগ্মমহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল আপিল বিভাগের চেম্বার আদালতে দুদকের পক্ষে এ আবেদন করা হয়। পরে ওই আবেদনটি শুনানির জন্য আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান। চেম্বার আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।   এর আগে সোমবার এমপি হারুনকে জামিন দেয় হাই কোর্ট। তার আগে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করার অভিযোগে করা মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে পাঁচ বছরের কারাদ  দিয়ে ২১ অক্টোবর কারাগারে পাঠান ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। দুদকের দায়ের করা এ মামলার তিন আসামির মধ্যে বিএনপির যুগ্মমহাসচিব হারুনকে পাঁচ বছরের কারাদে র পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা না দিলে তাকে আরও ছয় মাসের সাজা খাটতে হবে।

সর্বশেষ খবর