বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ধর্মঘট চলছেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে সর্বাত্মক ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ ধর্মঘটের তৃতীয় ও প্রশাসনিক ভবন অবরোধের পঞ্চম দিন। গতকাল দিনব্যাপী ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ, বিক্ষোভ মিছিল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দিন শেষে আজও ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘দুর্নীতির  বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। এদিকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন এবং সমাজবিজ্ঞান অনুষদ ভবনও অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রম। ব্যাহত হয় শিক্ষা কার্যক্রমও। আজকের অবরোধ কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রতিবাদী কনসার্ট ও সংহতি সমাবেশ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সকাল ৮টা থেকে উল্লিখিত ভবনগুলোর সামনে অবস্থান নেন তারা। বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। এর আগে দিনব্যাপী অবরোধ ও ধর্মঘট কর্মসূচি শেষে বিকাল ৪টায় ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফরমের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন,     ‘অবরোধ ও ধর্মঘটের মধ্যে উপাচার্য না এলেও বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিক্ষক সমিতির নেতারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। আমরা বলেছি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য আচার্যকে অবহিত করতে। শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।’

সর্বশেষ খবর