বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিতর্কিত কাউকে কমিটিতে নয়

----- কাদের

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত কাউকে কমিটিতে নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সত্যিকার অর্থে দলকে শুদ্ধ করতে চাই। এ জন্য ত্যাগী নেতাদের কমিটিতে আনতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, অনুপ্রবেশকারী, বিতকির্ত এমন কেউ যেন কমিটিতে জায়গা না পায়। এমন কেউ দলে থাকলে তাদের পরিহার করবেন। একই সঙ্গে বিতকির্ত ও অনুপ্রবেশকারীদের কমিটিতে রাখা যাবে না। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যলায়ে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাতীয়  শ্রমিক লীগকে নতুন-পুরাতনদের সমন্বয়ে ঢেলে সাজানো হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি (শেখ হাসিনা) আমাকে বলেছেন, সব কমিটিতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের লোক আনতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কাউকে কমিটিতে রাখা যাবে না। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম ও জনশক্তিবিষয়ক হাবিবুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি হাবীবুর রহমান আকন্দ প্রমুখ।

সর্বশেষ খবর