বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফালুর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ

আদালত প্রতিবেদক

বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া আদালত এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও তার স্ত্রীর নামীয় ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। ফালুর স্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের জন্য দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আবেদন করেন। অন্যদিকে মোসলেহ উদ্দীন আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। আবেদনে মোসাদ্দেক আলী ফালুর বিষয়ে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন। এসব অবৈধ সম্পদ বিভিন্ন পন্থায় দুবাইয়ে পাচার করেন। মামলা নিষ্পত্তির আগে এ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার উদ্দেশ্য ব্যাহত হবে।

সর্বশেষ খবর