বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের স্বল্প সুদে ঋণ প্রদানের সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ প্রদান এবং রাজাকারদের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসকদের মাধ্যমে তালিকা সংগ্রহের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সংগঠনগুলোর নাম, ঠিকানা ও রেজিস্ট্রেশন সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সুপারিশ করা হয়। এ ছাড়া যেসব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮০ সালে জন্মগ্রহণকারী ব্যক্তির নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট তালিকায় অন্তর্ভুক্ত থাকায় কী ব্যবস্থা গ্রহণ করা যায়, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ ও ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রাজাকারদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রত্যেক জেলা প্রশাসককে পত্র প্রেরণের মাধ্যমে রাজাকারদের তালিকা সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি চূড়ান্ত যাচাই-বাছাইকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট আকারে প্রকাশের বিষয়েও সিদ্ধান্ত হয়। বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর