বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামের রাজনীতি

হয়নি বিএনপির কমিটি, হতাশ কর্মীরা

ফারুক তাহের, চট্টগ্রাম

হয়নি বিএনপির কমিটি, হতাশ কর্মীরা

সাত দিনের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও এক থানার আহ্বায়ক কমিটি গঠনের নির্ধারিত সময়সীমা শেষ হলো সোমবার। অথচ কোনো উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি করতে পারেনি দক্ষিণ জেলা বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতারা। কেন্দ্রীয় কমিটির দেওয়া সময়ের মধ্যে কমিটিগুলো না হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে কমিটি গঠনের প্রক্রিয়া। ফলে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা-কর্মীরা চরম হতাশার কথা জানিয়েছেন। তবে দক্ষিণের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান আরও এক সপ্তাহ সময় নিয়ে আগামী সোমবারের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও পৌর বিএনপির গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন বলে জানিয়েছেন। এদিকে ২১ অক্টোবর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চট্টগ্রাম দক্ষিণের আওতাভুক্ত সব উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত করা হয়। নতুন আহ্বায়ক কমিটি গঠনপরবর্তী এক মাসের মধ্যে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা সম্মেলন আয়োজনের কেন্দ্রীয় নির্দেশ রয়েছে। দলের এ ধরনের নির্দেশে বিএনপির তৃণমূল পর্যায়ে আশার সঞ্চার হয় এবং কোথাও কোথাও নেতা-কর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা দেয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভার ১৩টি কমিটির একটিও করতে না পারায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা অনেকটা হতাশায় চুপসে গেছেন বলে জানান চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা ইউনুস বাবুলসহ একাধিক নেতা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরে নিস্তেজ থাকার পর গত কয়েকদিন ধরে আবারও সরগরম হয়ে ওঠে। এর মধ্যে প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ায় তৃণমূল পর্যায়েও এর ঢেউ লাগে। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর তারা পূর্ণাঙ্গ কমিটির কাজে হাত দেবেন। এ ধরনের কেন্দ্রীয় নির্দেশনায় নেতা-কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল, তা নির্ধারিত সময় পেরোনোর পরও কার্যকর না হওয়ায় পুনরায় হতাশ হয়ে পড়েছেন নেতা-কর্মীরা- এমন মন্তব্য করেছেন সাতকানিয়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অতীত নেতৃবৃন্দ। তবে আহ্বায়ক কমিটিতে ঠাঁই পেতে এখনো নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। উল্লেখ্য,                 চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও একটি থানায় সাংগঠনিক কমিটি রয়েছে। এগুলো হচ্ছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, লোহাগাড়া উপজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, পটিয়া উপজেলা ও পৌরসভা, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা এবং আনোয়ারা নির্বাচনী এলাকা। আনোয়ারার মধ্যে ইতিপূর্বে কর্ণফুলী থানাও অন্তর্ভুক্ত থাকলেও সম্প্রতি কর্ণফুলী উপজেলা হওয়ায় এবার সেখানে পৃথক কমিটি গঠন হতে যাচ্ছে।

সর্বশেষ খবর