বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিষেধাজ্ঞার পর ইলিশ ধরা যাবে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় গতকাল শেষ হয়েছে। আজ থেকে আবারও নদীতে ইলিশ ধরা শুরু হবে। গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদী থেকে ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতি অক্টোবরের ২২ দিন  দেশের সব নদ-নদীতে মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খ্রিস্টীয় অক্টোবরের সময় বাংলায় চলে আশ্বিন মাস।  এই আশ্বিনের ভরা পূর্ণিমায় ডিম ছাড়ে মা ইলিশ। ডিম ছাড়ার জন্য ইলিশ সাগরের লোনা পানি ছেড়ে মিঠাপানির নদীতে আসে।

সর্বশেষ খবর