বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় দুর্যোগ-পরবর্তী উদ্ধার অভিযানের মাঠ পর্যায়ের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইউএস প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত দুর্যোগ-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল মাঠ পর্যায়ের অনুশীলন ও মহড়া নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম অনুশীলন ও মহড়া প্রত্যক্ষ করেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার        লক্ষ্যে প্রণীত পরিকল্পনার অংশ হিসেবে মাঠ পর্যায়ের এই অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুশীলনটি সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুশীলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, এনজিও, স্বেচ্ছাসেবক, আন্তর্জাতিক সংস্থাসহ সর্বমোট ৫৫টি সংস্থার ৬৮০ জন সদস্য অংশ নেন। এ ছাড়া ৩৬টি দেশের প্রায় ১০০ জন অসামরিক/সামরিক প্রতিনিধি পরিদর্শক হিসেবে অংশ নেন। মাঠ পর্যায়ের অনুশীলনের প্রধান সমন্বয়ক ছিলেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডের জেনারেল এ কে এম রেজাউল মজিদ। প্রথমবারের মতো এ বছরই মাঠ পর্যায়ে দুর্যোগের সময় প্রতিবন্ধীদের উদ্ধারের জন্য বিশেষায়িত সেল ও বৈদেশিক ত্রাণ সমন্বয় সেল অন্তর্ভুক্ত করা হয়।

 অনুশীলন চলাকালে তাদের প্রয়োজনীয়তা পরীক্ষণ ও কার্যকারিতা যাচাই করা হয়।

সর্বশেষ খবর