বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি

দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে ৫০ আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা করে জারিমানা করেছে আপিল বিভাগ। বারডেম হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে ওই জরিমানার অর্থ দান করতে হবে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। বিশ্ববিদ্যালয় দুটি হলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।    তবে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় স্ট্যামফোর্ড ও ঢাকা ইন্টারন্যাশনালের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণে হাই কোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় এ দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামান। স্ট্যামফোর্ডের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং ঢাকা ইন্টারন্যাশনালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম, নাহিয়ান ইবনে সুবহান প্রমুখ।

সর্বশেষ খবর