বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিমানের সিটের নিচে ৩ কোটি টাকার পরিত্যক্ত সোনা

নিজস্ব প্রতিবেদক

বিমানের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এসব সোনা জব্দ করা হয়। জব্দ সোনার ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। একপর্যায়ে ৮ নম্বর বোর্ডিং ব্রিজে সকাল পৌনে ৯টার দিকে মাসকাট থেকে আসা বিজি-০২২ নম্বর ফ্লাইটের ২২ এর সি নম্বর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

সর্বশেষ খবর