বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সন্তান শিক্ষার্থী না হলে প্রাথমিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি নয়

সংসদীয় কমিটির বৈঠকে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সন্তান শিক্ষার্থী না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানোনয়ন না দেওয়া ও প্রাথমিক বিদ্যালয় হতেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া ২১ লাখ নিরক্ষর মানুষকে সাক্ষর জ্ঞানসম্পন্ন করে তুলতে দেশব্যাপী চলমান ‘মৌলিক সাক্ষরতা’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম তদারকির জন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম  বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ চুমকি, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসেবে সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে বলে স্থায়ী কমিটি সুপারিশ করে। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর