শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় চামড়া শিল্পের বৃহত্তম প্রদর্শনী শুরু

লেদারটেক বাংলাদেশ ২০১৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পাঁচটি হলজুড়ে শুরু হলো সম্ভাবনাময় চামড়া শিল্পের বৃহত্তম প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’। পাশাপাশি লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করেছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো, ২০১৯। গতকাল তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রদর্শনীতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কেমিক্যাল ও অ্যাকসেসরিজ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ৩০০-এর বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যের প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া শিল্পের রপ্তানি আয় ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারে নিয়ে যেতে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। উদ্যোক্তারা পরিকল্পনা দিলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তিনি বাণিজ্য সচিব ও উদ্যোক্তাদের একসঙ্গে বসে দ্রুত এ ব্যাপারে করণীয় ঠিক করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘আমাদের কত চামড়া, কত জনবল আর উৎপাদন সক্ষমতা আছে সেগুলো আগে হিসাব করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে পণ্য রপ্তানি বাড়াতে আমাদের কোয়ালিটি বাড়াতে হবে। এজন্য ভালো ডিজাইনার, আইডিয়াদাতা; সর্বোপরি মেধাবী ও দক্ষ জনবল দরকার।’ সস্তা জনশক্তি থাকায় বাংলাদেশে কম দামে ভালো পণ্য উৎপাদন সম্ভব মন্তব্য করে তিনি দেশি-বিদেশি ও প্রবাসীদের চামড়া শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পিয়াজের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘ভারত হঠাৎ করে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। এখন মিয়ানমার থেকে পিয়াজ আমদানি করছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় শিল্পের দোরগোড়ায় চামড়া ও চামড়াজাত শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে এ ট্রেড শোর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড। মেলার বড় অংশজুড়ে ভারতের সিএলআই, আইএফসিএমএ, চীনের ওয়েনঝোও অ্যান্ড জিনজিয়াং অ্যাসোসিয়েশন ও পাকিস্তান ট্যানার্স অ্যাসোসিয়েশনের এক্সক্লুসিভ ফিনিশড প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া বাংলাদেশ, কোরিয়া, তুরস্ক, মিসর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ২০টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর