শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দারিদ্র্যের বৃত্ত থেকে বের করে আনতে হবে নারীদের : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসমতা ও বৈষম্য দূর করে নারীদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। দারিদ্র্যের দুষ্ট বৃত্ত থেকে বের করে আনতে হবে নারীদের। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রেখে প্রকৃত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন সম্ভব নয়। সুযোগ ও সামর্থ্যরে সমন্বয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তবেই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সাধিত হওয়ার পাশাপাশি ‘কেউ পিছিয়ে থাকবে না’র লক্ষ্য পূরণ হবে।

মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে গতকাল এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ও উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার।

 ‘হিউম্যান এমপাওয়ারমেন্ট অ্যান্ড এটেইনিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ : দ্য কেইসেস অব উইমেন অ্যান্ড মার্জিনাল কমিউনিটি’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জোসিনতা জিনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুনিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর