শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ঝুঁকিপূর্ণ ৩১ পয়েন্ট

বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আসন্ন শীত মৌসুমে বরিশাল অঞ্চলের নৌ চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন নদীর ঝুঁকিপূর্ণ ৩১ পয়েন্ট থেকে ২১ লাখ ঘনমিটার পলি ড্রেজিং করবে বিআইডব্লিউটিএ। ২০১৯-২০ অর্থ বছরে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ নৌপথ সমূহের ড্রেজিং কর্মসূচি উপলক্ষে গতকাল বরিশাল নদী বন্দর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মিজানুর রহমান। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জে এম শাহনেওয়াজ কবির ও নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। সভায় লঞ্চ মালিক প্রতিনিধি এমভি কীর্তনকোলা লঞ্চ কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক বেল্লাল হোসেন, এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মো. মজিবর রহমান, এমভি-পারাবত-১০ লঞ্চের মাস্টার মো. কামরুজ্জামান, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়ক লিংকন গায়েন, সিনিয়র সাংবাদিক নাসিমুল হক ও মুরাদ আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর