শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদে দুই জেলের ওপর মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে একজন নিহত হয়েছেন। অপর জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জেলে টেকনাফ হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়াপাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৫) ও গুলিবিদ্ধ জেলে খারাংখালী গ্রামের মৃত আহম্মদের ছেলে মো. আবুল কালাম (৩৪)। জানা গেছে, ওই দুই জেলে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নাফ নদের ঝিমংখালী পয়েন্টে মাছ শিকারে যায়। তারা নাফ নদে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমারের ওপার থেকে বিজিপি এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তাদের গুলিতে নুর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন। অপর জেলে আবুল কালামকে গুলিবিদ্ধ অবস্থায় ঝিমংখালী বিজিবির সদস্যরা উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আবুল কালামের পরিবার জানায়, তার পেটে গুলি রয়েছে। এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, বিজিপির গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ পাঠিয়ে কেন গুলি করা হয়েছে জানতে চাওয়া হবে। স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো একটি ছোট নৌকায় করে ওই দুই জেলে বুধবার রাতে নাফ নদে মাছ ধরতে যায়। হঠাৎ করে মিয়ানমারের সীমানা থেকে বিজিপির সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় একজন আহত অবস্থায় পালিয়ে আসেন এবং অন্যজন নিখোঁজ হন। পরে সকালে নাফ নদ থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর