শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
সোনার বার ও ডলার উদ্ধার

বেনাপোল সীমান্তে চার পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোল ও পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৯ পিস সোনার বার (৬ কেজি ২০০ গ্রাম) ও ১২ হাজার মার্কিন ডালারসহ চার পাচারকারীকে আটক করেছে বিজিবি।

গতকাল সকালে বেনাপোলের আমড়াখালী, সাদিপুর ও পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির দুটি টহল দল সকাল ৯টায় সাদিপুর সীমান্ত থেকে ৪৯টি সোনার বারসহ (৩ কেজি ৮৫০ গ্রাম) মোমিন চৌধুরীকে (৫৫) আটক করে। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে। এ ছাড়া পুটখালী সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহীদুজ্জামানের ছেলে আবদুর রাজ্জাককে (৪০) আটক করা হয়। উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালী গ্রামে। অপরদিকে বিজিবির একটি দল আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বারসহ (২ কেজি ৩৩৫ কেজি) নুরুল ইসলামকে আটক করে। তিনি পোড়াবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। বিজিবি জানায়, আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর