শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে বই আড্ডা ও আবৃত্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

দেশের নানা বয়সী কবিরা তাদের কবিতায় নানাভাবে তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কবিতার পঙ্্ক্তিতে তুলে এনেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামের নানা বিষয়। আর স্বাধীনতার মহান স্থপতির জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু : জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা’ শীর্ষক সংকলনগ্রন্থ প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। এর সম্পাদনা করেছেন নাজমুল আহসান। কবিতার এই সংকলনগ্রন্থ নিয়ে আড্ডা ও আবৃত্তির আসরের আয়োজন করে প্রকাশনা সংস্থাটির অঙ্গপ্রতিষ্ঠান শ্রাবণ বইগাড়ি। গতকাল সন্ধ্যায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বাচিকশিল্পী আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা রুহুল আহমেদ বাবু, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। এ ছাড়া উপস্থিত ছিলেন বইটির সম্পাদক নাজমুল আহসান ও প্রকাশক রবীন আহসান। বইআড্ডা শেষে দেশের প্রায় ৬০ জন নবীন-প্রবীণ আবৃত্তিশিল্পী বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন।

পদাতিকের ‘ম্যাকবেথ’ : ক্ষমতায় অন্ধ স্বেচ্ছাচারী রাজা ম্যাকবেথের জীবনকাহিনী অবলম্বনে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘ম্যাকবেথ’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। উইলিয়াম শেকস্পিয়রের রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামছি আরা সায়েকা, মশিউর রহমান, জুয়েল, শাখাওয়াত হোসেন শিমুল, ওয়ালিদ, ইকরাম, শুভ, জনি, রাসেল,  কামরুল, তন্ময়, শরিফ, সঞ্জীব কুমার দে প্রমুখ।

আবৃত্তি প্রযোজনা ‘বিদায় দে মা ঘুরে আসি’ : আবৃত্তির সংগঠন মুক্তবাকের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বিদায় দে মা ঘুরে আসি’ শিরোনামের আবৃত্তি প্রযোজনা। গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আবৃত্তির এই আসর। এতে অংশ নেন আশরাফ আলী সরকার লিখন, রুবিনা শাহনাজ, রহমত আরা বেগম লিপি, রায়হান, হায়দার রঞ্জন, অদিতি অমৃতারাজ, ইরাম মাহফুজা, সৈয়দা তাসনিম আরা, সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস রোজা, আলমগীর হোসেন উজ্জ্বল, অমিয়া অমানিতা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর