শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত এত ভালো সম্পর্ক আগে কখনো ছিল না

নবম ফ্রেন্ডশিপ ডায়ালগ শুরু

কক্সবাজার প্রতিনিধি

পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে নবম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ ২০১৯। গতকাল সকাল ৯টায় ইনানী সৈকতের হোটেল রয়েল টিউলিপে এ সম্মেলন শুরু হয়। নবম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ ২০১৯ অনুষ্ঠানের প্রথম দিনে বক্তারা বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে এত ভালো সম্পর্ক আগে কখনো ছিল না। দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। শেখ হাসিনার নেতৃত্বে সরকার ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নকে ‘এক নম্বরের প্রায়োরিটি’ দিয়ে কাজ করে যাচ্ছে। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়করণসহ কর্মসংস্থান সৃষ্টিই এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য। উভয় দেশের সম্ভাবনাময় প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ, ভারতের আসাম রাজ্যের মন্ত্রী ভিস্ম শর্মা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ইউকে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রশান্ত ভূষণ বড়–য়াসহ             বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরছেন। সম্মেলন শেষ হবে আজ ২ নভেম্বর।

সর্বশেষ খবর