শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাড়াবে সীমান্ত হাট

-ত্রিপুরার স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস বলেছেন, সীমান্ত হাটের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও বাড়বে। দুই দেশের সংস্কৃতি বিনিময়ের সম্পর্কও সুদৃঢ় হবে। গতকাল দুপুরে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সীমান্ত পথ দিয়ে ঢাকায় যান। এই দলের নেতৃত্ব দিচ্ছেন রেবতী মোহন        দাস। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলাদেশের মানুষকে কাছে পেলে খুবই আপনজন মনে হয়।

ত্রিপুরাস্থ ভারত-বাংলাদেশ সম্প্রতি সংসদের সভাপতি এবং ত্রিপুরা বিধান সভার সদস্য (এমএলএ) আশীষ কুমার সাহা জানান, ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ নামে বাংলাদেশ এবং ত্রিপুরায় পৃথক দুটি সংগঠন রয়েছে। বাংলাদেশের এই সংগঠনের আমন্ত্রণে ৪ দিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। সফরকালে তারা ঢাকায় দুটি সংগঠনের যৌথ সভা করবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন এবং দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের আশা করছেন তারা।

সর্বশেষ খবর