শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেঙ্গলের প্রদর্শনী ‘নগরনামা’

সাংস্কৃতিক প্রতিবেদক

বেঙ্গলের প্রদর্শনী ‘নগরনামা’

বেঙ্গল ইনস্টিটিউটের উল্লেখযোগ্য শিল্পকর্ম নিয়ে ব্যাপক আয়োজনে শুরু হলো ‘নগরনামা’ শীর্ষক মাসব্যাপী প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। গ্রাম থিয়েটারের সম্মেলন ও সেলিম আল দীন নাট্যোৎসব : ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমিতে একযোগে শুরু হলো গ্রাম থিয়েটারের তিন দিনের ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন নাট্যোৎসব। গতকাল সকালে একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত চত্বরে  সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাবিতে মাসব্যাপী শীতকালীন মৌসুমি পথনাটক প্রদর্শনীর উদ্বোধন : শুরু হচ্ছে শীতকালীন মৌসুমি পথনাটক প্রদর্শনী। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে সারা দেশে পথনাটককে ছড়িয়ে দিতে শুরু হয়েছে এই আয়োজন।

গতকাল বিকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে মাসব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মান্নান হীরা। মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘২৮ বছর ধরে দেশের নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পথনাটক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠপর্যায়ে পথনাটক সাড়া জাগিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে পথনাটক কাজ করে যাবে এ প্রত্যাশা রাখি।’ গোলাম কুদ্দুছ বলেন, ‘মৌসুমি পথনাটক প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার বার্তা দিতে চাই।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পথনাটক প্রদর্শিত হয়।

সর্বশেষ খবর