রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফারুক-আসাদ দ্বন্দ্বে কাতর রাজশাহী জেলা আওয়ামী লীগ

জেলহত্যা দিবসেও আলাদা কর্মসূচি পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা আওয়ামী লীগ ফারুক-আসাদ দ্বন্দ্বে কাতর হয়ে পড়ায় এ দুই নেতাকে ঢাকায় তলব করা হয়েছে। কর্মী-সমর্থকরা ভেবেছিলেন, কেন্দ্রীয় সংগঠন জেলা সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে তলব করায় দুই নেতা পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্ষান্ত দেবেন, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। শক্তির মহড়া দিতে দুই নেতা এবার জেলহত্যা দিবসেও আলাদা কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আলাদাভাবে শোডাউন করার প্রস্তুতি নিয়েছেন। ঢাকায় যাওয়ার আগে এ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের সমর্থন তুলে ধরতে চান। তবে আসাদুজ্জামান আসাদ জানান, প্রতি বছরের মতোই কর্মসূচি পালন করা হবে। সভাপতি জেলার কোনো কর্মসূচিতে আসেন না, তাই তাকে ডাকা হয় না। জানা গেছে, গত ২৬ অক্টোবর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জেলহত্যা দিবসে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। জেলা সাধারণ সম্পাদকও   পৃথক কর্মসূচি ঘোষণা করেছেন। ৩০ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি জেলহত্যা দিবসের আলাদা কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। ওমর ফারুক চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার পরিবেশ নেই। তাই সেখানে যাওয়া হয় না। জেলহত্যা দিবসে তার ঘোষিত কর্মসূচি জেলা আওয়ামী লীগের কর্মসূচি। জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর