রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেট যুবদলে ক্ষোভ চরমে

আরিফসহ তিন নেতার পদত্যাগের হুমকি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

প্রায় দেড় যুগ পর সিলেট জেলা ও মহানগর যুবদলে নতুন কমিটি এসেছে। এ কমিটি নিয়ে সিলেটে বিএনপি ঘরানার রাজনীতিতে চরম ক্ষোভ বিরাজ করছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করে একেবারে নতুনদের নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তুলেছে একটি পক্ষ। যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিন কেন্দ্রীয় নেতা।

জানা গেছে, সিলেটে যুবদলের সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০০ সালে। এরপর প্রায় ১৯ বছর পেরিয়ে গেলেও অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি প্রভৃতি কারণে নতুন কমিটি হয়নি। শুক্রবার সিলেট জেলা শাখায় ২৯ সদস্য এবং মহানগর শাখায় ২৭ সদস্য দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ছড়াতে থাকে ক্ষোভ। কমিটিতে জায়গা না পাওয়া নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে কমিটি বাতিল না হলে গণহারে পদত্যাগের সিদ্ধান্ত নেন। যুবদল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে নগরীর কুমারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর বাসায় জরুরি বৈঠকে বসেন যুবদলের পতবঞ্চিত নেতা-কর্মীরা। যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা গণহারে নিজেদের পদত্যাগের বিষয়টি বৈঠকে বিএনপি নেতাদের জানান। তখন আরিফ, রাজ্জাক ও শাহরিয়ার তাদের থামিয়ে দিয়ে নিজেরাই দলের কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে তাদের জানিয়ে দেন।

এ বিষয়ে সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন পর সিলেটে যুবদলের আহ্বায়ক কমিটি এসেছে। এ কমিটিতে পুরনো ও ত্যাগীদের মূল্যায়ন না করে নতুনদের ঠাঁই দেওয়া হয়েছে। এমনকি অন্যবার কমিটি হলে সিলেট বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করা হতো। এবার তাও হয়নি।’ তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল (আজ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমরা লিখিত অভিযোগ পাঠাব। পরে আমরা দলের কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করব।’

এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের ফোন বন্ধ পাওয়া যায়।

সভায় উপস্থিত সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা যুবদলের রাজনীতি করছে, তারা কমিটিতে ঠাঁই পায়নি। বিএনপির কেন্দ্রীয় এক নেতার অনুসারীরা কমিটিতে জায়গা পেয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘যুবদলের কমিটি নিয়ে বিএনপি নেতারা পদত্যাগ করবেন, বিষয়টি হাস্যকর। যারা এসব কথা বলছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, সিলেটে যুবদল এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। ছোটখাটো ত্রুটি যেগুলো আছে, সেগুলো সমাধানে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর