রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় শেষ হলো চামড়া শিল্পের বৃহত্তম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শেষ হলো চামড়া শিল্পের বৃহত্তম প্রদর্শনী

দর্শনার্থী ও উদ্যোক্তা সমাগমে গতকাল শেষ হয়েছে চামড়া শিল্পের বৃহত্তম প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ ও ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯’। চামড়াজাত শিল্পের স্থানীয় উদ্যোক্তাদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তির মেশিনারি পৌঁছে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পাঁচটি হলজুড়ে আয়োজন করা হয় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর। বাংলাদেশের চামড়াজাত পণ্য বিদেশিদের সামনে তুলে ধরাও ছিল মেলার অন্যতম একটি লক্ষ্য। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও গতকাল প্রদর্শনীর শেষ দিনে মেলাপ্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য দেশি-বিদেশি উদ্যোক্তা। চামড়াজাত পণ্যের পুরনো ব্যবসায়ী ছাড়াও মেলায় দেখা গেছে অনেক নতুন ও তরুণ উদ্যোক্তাকে।

বাংলাদেশে বিনিয়োগ বা এখান থেকে চামড়াজাত পণ্য কিনতে আগ্রহী এমন কিছু বিদেশি উদ্যোক্তাকেও মেলায় বিভিন্ন স্টল ঘুরে মেশিন ও চামড়াজাত পণ্যের খোঁজখবর নিতে দেখা গেছে। এমনই একজন নেদারল্যান্ডসের চারলটকে গতকাল পাওয়া যায় মেলাপ্রাঙ্গণে। আলাপে জানা যায়, নিজ দেশে তার জুতার ব্যবসা আছে। ভারতে তার একটি ওয়্যার হাউস ছিল, এখন নেই। গত ঈদে বাংলাদেশে অনেক চামড়া নষ্ট হওয়ার খবর দেখে তখনই তিনি এখানে চামড়া প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের চিন্তা করেন। সেই বিষয়ে খোঁজখবর নিতেই বাংলাদেশে এসেছেন। তিন দিনের প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের মেশিনারি, কেমিকেল ও চামড়াজাত পণ্য নিয়ে হাজির হয় বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, কোরিয়াসহ ২০টি দেশের তিন শতাধিক প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর