রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খোকার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক  মেয়র সাদেক  হোসেন  খোকার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বর্তমানে বিএনপির এই ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার আর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাও দেখছেন না চিকিৎসকরা। তাই তার ক্যান্সার চিকিৎসা আপাতত বন্ধ রয়েছে। এদিকে তার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় বিএনপি, নিউইয়র্ক বিএনপি, লন্ডন বিএনপি, জাতীয় পার্টিসহ (কাজী জাফর) ২০ দলীয় জোটের শরিক দলগুলো বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এদিকে বাবার সংকটাপন্ন অবস্থায় ঢাকা থেকে তার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনও নিউইয়র্কে ছুটে গেছেন। তিনি  এক ভিডিওবার্তায় বাবার জন্য দোয়া চেয়েছেন।

 ভিডিওবার্তায় ইশরাক হোসেন বলেন, আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে উচ্চমাত্রার অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। আমার বাবা এবং মা ২০১৭ সালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ কনস্যুলেটে তা নবায়নের জন্য আবেদন করেন। আজ পর্যন্ত আমরা তার কোনো উত্তর পাইনি। এ জন্য আমি একটি চিঠি নিয়ে বাংলাদেশ কনস্যুলেটে যাই। তারা জানিয়েছেন, পাসপোর্টের আবেদনের ব্যাপারে তাদের কিছু করার নেই। কিন্তু আমরা যদি ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করি, তবে সে ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন। কিন্তু পাসপোর্ট ইস্যু করতে কী সমস্যা। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি আশা করব, বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বাবা মুমূর্ষু অবস্থায় লড়াই করে যাচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর