রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় গ্রাহকের ৫০ কোটি টাকা নিয়ে কর্মকর্তারা উধাও

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বেসরকারি সংগঠন সেইফ ইসলামী গ্রুপ লিমিটেডের কর্মকর্তারা গ্রাহকের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। গতকাল ক্ষতিগ্রস্ত গ্রাহকরা নগরীর ছোট বয়রা এলাকায় সেইফের কার্যালয় ঘেরাও করলে বিষয়টি জানাজানি হয়। ২৬ অক্টোবর থেকে প্রতিষ্ঠানের চার প্রধান কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। জানা যায়, মাসিক সঞ্চয়, ডিপিএস, এককালীন মুনাফা, এফডিআর, ছয় বছর মেয়াদি আবাসিক প্রকল্পসহ সঞ্চয়ের কয়েক গুণ    বেশি লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। ছয় বছর মেয়াদ পূর্তির পর গতকাল কয়েকজন গ্রাহকের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রাহকরা সেইফের অফিসে গেলে ‘অনিবার্য কারণবশত লেনদেন বন্ধ রয়েছে’ বলে তাদের জানানো হয়। এ সময় কর্মকর্তাদের আত্মগোপনে থাকার বিষয়টি জানাজানি হলে উত্তেজিত গ্রাহকরা প্রতিষ্ঠানটির কর্মচারীদের ঘেরাও করেন। অফিস সহকারী শান্তনু শিকদার বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মোখতার হোসাইন, এমডি আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন ও সিনিয়র হিসাবরক্ষক শিপন কুমার দের কেউ দেশে নেই। ২৬ অক্টোবর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাদের স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করা যাবে না। ফলে গ্রাহকের চাপের মুখে সকল প্রকার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে গ্রাহকদের শান্ত করেন।

 পরে পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানের কর্মচারীরা বেরিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বলেন, এখানে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর