রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রবির সুরে আলোকিত জাদুঘর

সাংস্কৃতিক প্রতিবেদক

রবির সুরে আলোকিত জাদুঘর

মঞ্চের পেছনে বিশাল ব্যাকগ্রাউন্ডে আলোকের ঝরনাধারায় নানাভাবে বিভিন্ন বয়সে চিত্রিত হয়েছেন রবীন্দ্রনাথ। বর্ণাঢ্য রঙের ছটায় তাঁর সৃষ্টির মতোই জীবন্ত হয়ে উঠছিল কবির প্রতিকৃতি। সেই ব্যাকগ্রাউন্ডে বার বার ভেসে উঠছে ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ও দর্শনীয় স্থাপনা। এমন দৃশ্যকল্পই চিত্রিত হয়েছিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের বিশাল ক্যানভাসে। সংগীত সংগঠন উত্তরায়ণের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রয়াসে গতকাল ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক এ গীতিআলেখ্যে এভাবেই কবিগুরুকে তুলে ধরেছেন উত্তরায়ণের শিল্পীরা। কবির ইউরোপ ভ্রমণের সময় রচিত ১৯টি গান দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানের শুরুতেই ‘প্রথম যুগের উদয় দিগঙ্গনে’ গানটি সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন আয়োজক সংগঠনের শিল্পীরা। এরপর রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলামের নেতৃত্বে একে একে ১৯টি গান পরিবেশন করা হয়। প্রতিটি পরিবেশনার আগে সে গানটির রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন অনুষ্ঠানের পরিচালক লিলি ইসলাম। লিলি ইসলামের পরিকল্পনা, গবেষণা ও পরিচালনায় আসরে সংগীত পরিবেশন করেন উত্তরায়ণের ২৫ জন সদস্য। অনুষ্ঠানটিতে সহযোগিতা করে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গ্রিন ডেলটা ইনস্যুরেন্স।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর