সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় ২১ দেশের স্থপতিদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ২১ দেশের স্থপতিদের মিলনমেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ‘আর্কএশিয়া ফোরাম ২০’ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী -বাংলাদেশ প্রতিদিন

‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় শুরু হলো এশিয়ার স্থপতিদের পাঁচ দিনব্যাপী বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন ‘আর্কএশিয়া ফোরাম ২০’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) আয়োজনে এ সম্মেলনে এশিয়ার ২১টি দেশের দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও প্রায় দেড় হাজার স্থপতি অংশ নিচ্ছেন। স্থাপত্য নিয়ে বিভিন্ন সেশনে অভিজ্ঞতা বিনিময় করবেন তারা। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। একই দিনে পাশাপাশি বাস্থই আয়োজিত তিন দিনব্যাপী ‘আইএবি বিল্ড এক্সপো ২০১৯’ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আর্কএশিয়া ফোরাম উদ্বোধনকালে স্পিকার বলেন, বিশ্বায়নের এই যুগে নগরের ওপর চাপ বাড়ছে। দ্রুত পরিবর্তনশীল নাগরিক জীবনে পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থপতিদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থপতিদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও আর্কএশিয়ার প্রেসিডেন্ট সিঙ্গাপুরের স্থপতি রিতা সো। শ ম রেজাউল করিম বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্থপতিরা। জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় স্থপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদের মধ্যে আয়োজনের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি এহসান খান, সহ-সভাপতি স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ বক্তব্য রাখেন। আয়োজক প্রতিষ্ঠান বাস্থই-এর সভাপতি স্থপতি জালাল আহমেদ বলেন, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় স্থপতিদের গবেষণা ও উদ্যোগের প্রতিফলন ঘটবে এ সম্মলনে।

দি আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্কএশিয়া) ২১টি দেশের স্থপতিদের শীর্ষ সংগঠন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়াও মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল, জিন্দাপার্ক ও সোনারগাঁওয়ের পানাম নগরে সম্মেলনের বিভিন্ন আয়োজন থাকছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিল্ড এক্সপোর (নির্মাণ মেলা) পাশাপাশি থাকবে আর্কএশিয়া ও আগা খান স্থাপত্য পুরস্কারপ্রাপ্ত ডিজাইনের প্রদর্শনী, স্থাপত্যবিষয়ক আলোকচিত্র এবং সোশ্যাল রেসপনসিবিলিটি ও গ্রিন অ্যান্ড সাসটেইনেবল আর্কিটেকচার শীর্ষক প্রদর্শনী। নির্মাণ মেলায় ৭৮টি স্টলে ২১ দেশের নির্মাণ সামগ্রী উৎপাদন, আমদানিকারক ও বাজারজাতকারী বৃহৎ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে।

সর্বশেষ খবর