সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবরোধে অচল জাবির প্রশাসনিক কার্যক্রম

শাবিতে ছাত্রলীগের আট নেতা-কর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি চলছেই। গতকাল অবরোধ কর্মসূচির নবম দিন পালন করেছেন আন্দোলনকারীরা। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের এক নেতার পরিবার। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর- অবরোধে অচল জাবির প্রশাসনিক কার্যক্রম :  উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি চলছেই। এ অচলাবস্থার সমাধান না হলে গভীর সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির অংশীজনরা। তিন মাস ধরে চলমান আন্দোলনে কার্যত বন্ধ হয়ে পড়েছে প্রশাসনিক সব কার্যক্রম। ধীর লয়ে চলছে শিক্ষা কার্যক্রম। কর্মসূচির নবম দিনেও বন্ধ ছিল নতুন ও পুরনো প্রশাসনিক ভবনের সব কাজ। আন্দোলনকারীরা সকালে নতুন কলা ও মানবিক অনুষদ ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ভবন এবং পুরাতন কলা ভবনে তালা লাগিয়ে দেন। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়। শাবি ছাত্রলীগের আট নেতা-কর্মী বহিষ্কার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানকে ছুরিকাঘাত করার ঘটনায় একজনকে স্থায়ী বহিষ্কার ও বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় সাতজনকে এক সেমিস্টার করে বহিষ্কার করা হয়। শনিবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সর্বশেষ খবর