মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ওপারে সার্ভার সমস্যা

বেনাপোলে বাণিজ্য বন্ধ আটকা কয়েকশ ট্রাক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে সমস্যার কারণে গত শনিবার সকাল থেকে টানা তিন দিন বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে দুই দেশের বন্দর এলাকায়।  বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, আগে ভারতের পেট্রাপোল বন্দরে ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি রফতানি কার্যক্রম সম্পন্ন হতো। বর্তমানে এ বন্দরে অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় অনলাইনে কাজ করা হচ্ছে। ভারতের পেট্রাপোল বন্দরে সার্ভার সমস্যার কারণে পণ্য খালাস ও আমদানি-রফতানির কাজ বন্ধ  আছে। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার দ্বীপা রানী হালদার বলেন, ভারতীয় কাস্টমসের ইন্টারনেট সার্ভারের সমস্যার কারণে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও গতকাল সকাল থেকে কিছু কিছু পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে ভারতে আমদানি-রফতানি করা হয়েছে।

আমরা সার্বক্ষণিক ভারতীয় কাস্টমসের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে তারা জানিয়েছে, অনলাইন সিস্টেম সচল করার জন্য কাজ চলছে। দু-এক দিনের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর